TechJano

গ্যালাক্সি এস ৯ প্লাস বাংলাদেশের বাজারে

স্যামসাং মোবাইল বাংলাদেশের বাজারে আনছে গ্যালাক্সি এস ৯ প্লাস। স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে ৮ মার্চ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠান আয়োজন করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। অনুষ্ঠানে মাইলসের গান, হৃদির নাচ, লেজার শোর মতো আয়োজন থাকবে বলে স্যামসাংয়ের এক মিডিয়া ইনভাইটেশনে বলা হয়েছে। স্যামসাংয়ের তরফে ওই মিডিয়া আমন্ত্রণ করেছে বেঞ্চমার্ক পিআর। এস৯ প্লাস এর এই প্রি অর্ডার ৮ই মার্চ থেকে ২৮শে মার্চ ২০১৮ পর্যন্ত চলবে। অনুষ্ঠানটি মার্চের ৮ তারিখ সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এক্সপো জোন এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গ্যালাক্সি এস৯ প্লাস উন্মোচন করা ছাড়াও থাকছে এক্সপেরিএন্স জোন, শাফিন আহমেদ (মাইলস) এর সংগীত পরিবেশনা, রিদি শেখ ও তার দলের নৃত্য পরিবেশনা এবং থাকছে আরও অনেক আকর্ষণীয় আয়োজন।
স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, “ আমরা সবসময়ই চেষ্টা করি গ্রাহকদের উদ্ভাবনী পণ্য উপহার দিতে যা গ্রাহকদের সাহায্য করবে বর্তমান ডিজিটাল পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে। গ্যালাক্সি এস৯ প্লাস স্যামসাং এর ফ্ল্যাগশিপ লাইনের একটি অসাধারণ স্মার্টফোন যা এই গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হবে । “এস ৯ প্লাসের দাম ক লাখ ৫ হাজার ৯৯০ টাকা।

Exit mobile version