TechJano

গ্যালাক্সি ফোল্ড টু তিন ক্যামেরার সমন্বয়ে আসতে পারে

আগামী জুলাই বা আগস্ট মাসে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড-টু বাজারে আসতে পারে। নতুন এই ভাঁজযোগ্য ফোনটির পেছনে থাকছে তিনটি ক্যামেরার সমন্বিত রূপ।

প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম গিজমোচায়না জানায়, তিন ক্যামেরার ফিচারে থাকবে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৬৪ মেগা পিক্সেল টেলিফটো লেন্স ও ১৬ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স। এছাড়া সামনের ক্যামেরায়ও দুটি সেন্সর থাকবে তবে তা একসঙ্গে নয়। এই দুটি সেন্সরের একটি থাকবে পাশে ছোট স্ক্রিনে নচের ভেতরে। আর অপরটি থাকবে ভাঁজযোগ্য স্ক্রিনের ভেতরে।

ভারতীয় সংবাদ মাধ্যম আইএএনএস (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস) জানায়, নতুন এই ফোনটি দামে সাশ্রয়ী করতে ইন্টারনাল স্টোরেজকে ২৫৬ গিগাবাইটে নামিয়ে আনা হচ্ছ, যা বর্তমান সেটের তুলনায় অর্ধেক। ফোনটির ডিসপ্লেতে থাকছে ৭ দশমিক ৫৯ ইঞ্চি ফ্লেক্সিবল ডায়নামিক অ্যামোলয়েড ডিসপ্লে, সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট। আর অপর স্ক্রিনটি হবে ৬ দশমিক ২৩ ইঞ্চির। ডিভাইসটি বাজারে আসবে দুটি রঙে, সঙ্গে থাকছে এস-পেনও।

Exit mobile version