TechJano

গ্যাস পাম্প হ্যাক করে দেড় লাখ টাকা লুট!

যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েট শহরে গ্যাস পাম্প হ্যাক করে ৬০০ গ্যালন পেট্রল চুরি করেছে হ্যাকাররা। চুরি করা পেট্রলের বাজার মূল্য ১৮শ’ ডলার বা ১ লাখ ৫১ হাজার টাকা।

হ্যাকিংয়ের ঘটনাটি কিভাবে ঘটেছে পুলিশ সে ব্যাপারে এখনো নিশ্চিত হয়ে কিছু জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, ফুয়েল ম্যানেজমেন্ট সফটওয়্যার হ্যাক করে এবং বিশেষ ধরনের রিমোর্ট ডিভাইস ব্যবহার করে হ্যাকাররা এই চুরির ঘটনা ঘটায়।

গত ২৩ জুন দিন দুপুরে এক গ্যাস স্টেশনে ৯০ মিনিট ধরে গ্যাস স্টেশন হ্যাক করে রাখে হ্যাকাররা। এ সময় ১০ টি গাড়ি এসে পেট্রল নিয়ে যায়। এসব গাড়িতে নেওয়া পেট্রলের পেইমেন্ট ভেরিফিকেশন অন্তর্ভুক্ত হয়নি। গ্যাস স্টেশনের কর্মরত কর্মী হ্যাকিং ঠেকাতে ফুয়েল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি বন্ধ করতে পারেনি।

তথ্যসূত্র : ইউবার গিজমোদো

Exit mobile version