TechJano

গ্রামীণফোনের সেবা নেবে জিফোরএস

করপোরেট সংযোগ ব্যবহারে গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বহুজাতিক নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা জিফোরএস সিকিউর সলিউশনস বাংলাদেশ (প্রা.) লিমিটেড। এ চুক্তির আওতায় জিফোরএসের কর্মকর্তারা গ্রামীণফোনের পোস্টপেইড সংযোগ ব্যবহারসহ আইসিটি (তথ্যপ্রযুক্তি) সংক্রান্ত বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর জিপি হাউজে এ চুক্তিতে সই করেন গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি এবং জিফোরএস সিকিউর সলিউশনস বাংলাদেশ (প্রা.) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সেলিম চৌধুরী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন; চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়স তানভীর হোসেন; হেড অব করপোরেট সেলস মো. নাসার ইউসুফ, হেড অব লার্জ করপোরেট আরিফুর রহমান, একাউন্ট ম্যানেজার আহমেদ শায়ের চৈীধুরী উপস্থিত ছিলেন। জিফোরএস সিকিউর সলিউশনস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, এক্সিকিউটিভ ডিরেক্টর-অপারেশনস এক্সসিলেন্স; সুরঞ্জিত ধর, সিএফও এবং কোম্পানী সেক্রেটারি; মুজাম্মেল হায়দার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

গ্রাহকদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে সিকিউরিটি টেকনোলজির প্রসারে জিফোরএস সিকিউর সলিউশনস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে কাজ করবে গ্রামীণফোন।

Exit mobile version