TechJano

ঘরে বসে মেলার বই

রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী গ্রন্থমেলা। প্রতিদিনই মেলায় আসছে নতুন বই। সেই সঙ্গে বাড়ছে দর্শনার্থী। ভিড় উপেক্ষা করেও পাঠক ছুটে আসেন মেলায় প্রিয় লেখকের টানে নতুন বইয়ের পানে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠক-লেখক ছুটে আসেন মেলার টানে। তবে ঢাকার বাইরের পাঠকদের মেলায় এসে বই কেনা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার। আবার অনেকের সময় হয়ে ওঠে না মেলায় আসার। প্রতিদিন মেলার নতুন বই অনলাইনে আপডেটের পাশাপাশি বিক্রির সুযোগ রাখছে কিছু প্রতিষ্ঠান।

রকমারি : পাঠকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে রকমারি। মেলায় প্রকাশিত বই সবার আগে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করে ২০১২ সালের ১৯ জানুয়ারি। বইয়ের কভারের সঙ্গে সঙ্গে বিষয়বস্তু দেখার সুযোগ করে দেয় সাইটটি। বিষয়-বৈচিত্র্যের সমাহারে অনন্য সাইটটিতে রয়েছে প্রদর্শিত বইগুলোর পরিচিতিও। বিষয়, লেখক ও প্রকাশক- এই তিনটি নিয়মিত ট্যাবের পাশাপাশি এখানে রয়েছে গ্রন্থমেলায় ২০১৮-তে প্রকাশিত বই। বইয়ের পাশাপাশি রিভিউ ও বাড়তি ছাড়ের জন্য স্বাতন্ত্র্য ট্যাব। এখান থেকে খুব সহজেই অনলাইনে বা ফোনে বই কেনা যায়। ৩০ টাকার পরিবহন খরচের বিনিময়ে ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের বই। ঠিকানা : https://www.rokomari.com/book

পড়ূয়া :বেশ সাদামাটা একটি বইয়ের অনলাইন শপ পড়ুয়া। ফোনে অথবা ওয়েব থেকে দেখে বই অর্ডার করতে পারেন বইপ্রেমীরা। কেনার আগে বইটি সম্পর্কে জেনেও নিতে পারেন। বিষয় প্রাধান্য নির্ভর এই অনলাইন বইয়ের দোকানে অনুবাদ সাহিত্যের পাশাপাশি বেশকিছু দুর্লভ বিভাগ রয়েছে। সাইটটিতে লগ ইন করে সহজেই শপিং কার্টের মাধ্যমে অনলাইনে বই অর্ডার করা যায়। ৫০০ টাকার অতিরিক্ত বই কিনলে কুরিয়ারের মাধ্যমে ফ্রি ডেলিভারি দেওয়া হয়। ঠিকানা : porua.com.bd

সর্বনাম : দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বইয়ের অনলাইন শপগুলো। এদের মধ্যে উল্লেখযোগ্য আর একটি সাইট সর্বনাম। দেশের যে কোনো প্রান্তে বই পৌঁছে দিতে সক্রিয় প্রতিষ্ঠানটি। লেখক, প্রকাশনী এবং নতুন বছরের বইগুলো আলাদাভাবে সাজানো হয়েছে সাইটটিতে। অর্ডার দিয়ে ৩০ টাকার বিনিময়ে ঘরে বসেই পেতে পারেন আপনার পছন্দের বই। ওয়েব : http://www.sorbonam.com/

রুবি এন্টারপ্রাইজ :১৯৯৫ সালে স্থাপিত রুবি এন্টারপ্রাইজে রয়েছে একাডেমিক, গবেষণা, ঐতিহাসিক কলা, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক প্রত্নতত্ত্ব, রাজনৈতিক ইতিহাস, গ্রামীণ ইতিহাস, ঐতিহাসিক স্থাপত্য প্রভৃতি সম্পর্কিত বইয়ের সম্ভার। তাদের সাইটে দেওয়া বইয়ের তথ্য দেখে অর্ডার করতে পারেন নিজের চাহিদা অনুযায়ী। ঠিকানা : http://www.rubibook.com/

পিবিএস :পিবিএস একটি বইয়ের দোকান। এখানে অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন আপনার পছন্দের বই। ২০১০ সালের ১২ মার্চ যাত্রা শুরু করা বইয়ের দোকানটিতে রয়েছে প্রচুর কালেকশন। নানা ক্যাটাগরিতে সাজানো রয়েছে দামসহ বইয়ের তথ্য। আপনি চাইলেই অনলাইনে অর্ডার করে হাতে পেতে পারেন চমৎকার সব বই। ওয়েব :

বইমেলা :বইমেলা একটি চমৎকার অনলাইন বইয়ের দোকান। ৩ বছর ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে এটি। গল্প, উপন্যাস, প্রবন্ধ কিংবা নাটক- যে কোনো বই আপনি অর্ডার করতে পারেন। লেখক, প্রকাশনী, বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে সাজানো বই থেকে বেছে নিতে পারেন প্রয়োজনীয় বই।

Exit mobile version