বাড়ি বসে বড়লোক হবার মতোই ঘটনা। কে কে চান? সফট স্কিল, ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিকস ডিজাইন ঘরে বসে শিখতে ? সরকার সে সুযোগ তৈরি করেছে। এ জন্য কোথাও দৌড়াতে হবে না। ভালো ইন্টারনেট থাকলে ঘরে বসেই শিখতে পারবেন। ৩০ হাজার জনের শেখার সুযোগ আছে। এগুলো অনলাইন কোর্স।
অনলাইন কোর্সের মাধ্যমে দেশের ৩০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি। এসব তরুণদের বিশ্বমানের দক্ষতা নিশ্চিত করতে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তুলতে পদক্ষেপটি নিয়েছেন তথ্যপ্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) এবং রেপটো এডুকেশন সেন্টার ।প্রতিষ্ঠান দুটির মধ্যে এতামধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিপিও সামিট ২০১৮ আয়োজনের শেষ দিনে প্রকল্পটির উদ্বোধন করা হয়।চুক্তি স্বাক্ষর ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী।