TechJano

চট্টগ্রামের ই-ক্যাব সদস্যদের সাথে দ্যা চেঞ্জ মেকার্স টিম এর মত বিনিময়

ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর চট্টগ্রাম বিভাগের সদস্যদের সাথে গত ১৪ মে এক মত বিনিময় সভার আয়োজন করে ইকমার্স ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দিয়ে যাত্রা শুরু দ্যা চেঞ্জ মেকার্স টিম।

ই-ক্যাব এর স্থানীয় সদস্য রাফসান কমিউনিকেশনের স্বত্ত্বাধিকারী জহিরুল আলম, ব্যাচেলর ডট কম (bachelor.com) এর স্বত্ত্বাধিকারী সঞ্জয় চৌধুরী সহ চট্টগ্রামের ই-ক্যাব সদস্যরা এই মত বিনিময় সভার আয়োজন করে।

দ্যা চেঞ্জ মেকার্স টিমের সদস্য ওয়াসিম আলিম (বাংলামেডস), জিয়া আশরাফ (চালডাল), মো: তাসদীখ হাবীব (ক্লিন ফোর্স লিমিটেড), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ), ফাতিমা বেগম (আদি বিডি), মোজাম্মেল হক মৃধা (কিনলে ডট কম), আবু সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার) প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টিমের সদস্য জিসান কিংশুক হক জানান, চট্টগ্রামে আমরা ই-ক্যাবের একটি বিভাগীয় অফিস করতে চাই। সদস্য বান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই শিল্প নগরীতে ই-ক্যাবকে আরও বিকশিত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, আমাদের পরকিল্পনা আছে পর্যায়ক্রমে সারা বাংলাদেশের ইক্যাব সদস্যদের সাথে মতবিনিময় করার। এসব মতবিনিময় সভা থেকে উঠে আসা বিভিন্ন সুপারিশ ভবিষ্যতে আমরা সদস্যদের কল্যানে বাস্তবায়ন করতে চাই।

Exit mobile version