TechJano

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৯ জন শিক্ষক নিয়োগ

নিম্নবর্ণিত বেতন স্কেল এবং রীতি মোতাবেক দেয় অন্যান্য ভাতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা :

১। সহকারী অধ্যাপক (সমাজতত্ত্ব বিভাগ)- ০৯টি স্থায়ী

২। সহকারী অধ্যাপক (নৃবিজ্ঞান বিভাগ)- ০৪টি স্থায়ী

৩। সহকারী অধ্যাপক (নৃবিজ্ঞান বিভাগ)- ০১টি স্থায়ী

৪। সহকারী অধ্যাপক (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ)- ০১টি স্থায়ী

৫। সহকারী অধ্যাপক (আইন বিভাগ)- ০২টি স্থায়ী

৬। সহকারী অধ্যাপক (ফার্মেসি বিভাগ)- ০১টি স্থায়ী

৭। সহকারী অধ্যাপক (মনোবিজ্ঞান বিভাগ)- ০২টি স্থায়ী

৮। সহকারী অধ্যাপক (মাইক্রোবায়োলজি বিভাগ)- ০২টি স্থায়ী

৯। সহকারী অধ্যাপক (পদার্থবিদ্যা বিভাগ)- ০২টি স্থায়ী

১০। সহকারী অধ্যাপক (পদার্থবিদ্যা বিভাগ)- ০৩টি স্থায়ী

১১। প্রভাষক (পদার্থবিদ্যা বিভাগ)- ০৩টি স্থায়ী

১২। প্রভাষক (ফার্মেসি বিভাগ)- ০১টি স্থায়ী

১৩। প্রভাষক (ফার্মেসি বিভাগ)- ০৩টি স্থায়ী

১৪। প্রভাষক (মনোবিজ্ঞান বিভাগ)- ০৩টি স্থায়ী

১৫। প্রভাষক (দর্শন বিভাগ)- ০২টি স্থায়ী

১৬। প্রভাষক (নাট্যকলা বিভাগ)- ০৪টি স্থায়ী

১৭। প্রভাষক (সংগীত বিভাগ)- ০৫টি স্থায়ী

১৮। প্রভাষক (সংগীত বিভাগ)- ০১টি স্থায়ী

বেতন স্কেল :

সহকারী অধ্যাপক : জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড

প্রভাষক : জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড

কর্মস্থল : চট্টগ্রাম

আবেদন নিয়ম :

উক্ত পদসমূহের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতাসহ বিস্তারিত তথ্যাদি এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cu.ac.bd পাওয়া যাবে। এ ছাড়া বিস্তারিত পত্রিকায় দেখতে পারবেন।

আবেদনের শেষ তারিখ :

আগামী ২ অক্টোবর, ২০১৮ তারিখ সকাল ৮ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : যুগান্তর, ১২/০৯/২০১৮

Exit mobile version