TechJano

চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ওরাকল

২০১৮ সালের চতুর্থ প্রান্তিক এবং ২০১-১৮ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ওরাকল। গত বছরের একই সময়ের তুলনায় চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব শতকরা ৩ ভাগ বেড়ে ১১.৩ বিলিয়ন ইউএস ডলার হয়েছে। এর মধ্যে ক্লাউড সার্ভিস এবং লাইসেন্স সাপোর্ট রাজস্ব ছিল ৬.৮ বিলিয়ন ইউএস ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৮ ভাগ বেশি।
২০১৭-১৮ সালে প্রতিষ্ঠানটির রাজস্ব বেড়ে হয়েছে ৩৯.৮ বিলিয়ন ইউএস ডলার যা আগেরব ছরের চেয়ে শতকরা ৬ ভাগ বেশি। এর মধ্যে ক্লাউড সার্ভিস এবং লাইসেন্স সাপোর্ট রাজস্ব ছিল ২৬.৩ বিলিয়ন ইউএস ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ১০ ভাগ বেশি।
গত বছরের পারফরমন্সে সম্পর্কে ওরাকলের প্রধান নির্বাহি সাফরা কাটজ বলেন, “বছরের শুরুতে আমি দুই অঙ্কেও প্রবৃদ্ধি আশা করেছিলাম এবং আমরা সেটাকে শতকরা ১৪ তে নিয়ে যেতে পেরেছি। এবং এর পিছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে আমাদেও ক্লাউড সার্ভিস।

Exit mobile version