TechJano

চারটি নতুন স্মার্টফোন আনছে মটোরলা, কি থাকবে?

২০১৯ সালে মটো জি৭ সিরিজের একাধিক স্মার্টফোন বাজারে আনবে মটোরলা। এর মধ্যে সবথেকে কম দামের মটো জি৭ প্লে ফোনের স্পেসিফিকেশান সামনে এল। সম্প্রতি এক বেঞ্চমার্কিং ওয়েবসাইট থেকে জানা গিয়েছে মটো জি৭ প্লে ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট আর ৩জিবি র‍্যাম। এছাড়াও লঞ্চের সময় মটো জি৭ প্লে ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৯.০ আপডেট চলবে।

মটো জি৭ সিরিজে মোট চারটি স্মার্টফোন লঞ্চ করবে মটোরলা। এই ফোন গুলি হল মটো জি৭, মটো জি৭ প্লে ,মটো জি৭ প্লাস আর মটো জি৭ পাওয়ার। ডিসপ্লে নচ মটো জি৭ ফোনকে মটো জি৬ ফোনের থেকে আলাদা করেছে। যার ফলে ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেড়ে গিয়েছে।

মটো জি৭ প্লে ফোনে থাকবে সিঙ্গেল রিয়ার ক্যামেরা। রিয়াল ক্যামেরার নীচভে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ডিসপ্লের উপরে থাকতে চলেছে তুলনামুলক চওড়া ডিসপ্লে। ২০১৯ সালের ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হতে পারেমটো জি৭ সিরিজের ফোনগুলি। মটো জি৭ এর ভিতরে থাকবে ৬৪জিবি স্টোরেজ আর ৩ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি।

Exit mobile version