TechJano

চীনে কারখানা বানাচ্ছে টেসলা!

চীনে বড় একটি কারখানা চালুর পরিকল্পনা করছে টেসলা, সাংহাইতে প্রথম কারখানা বানানোর পরিকল্পনা রয়েছে টেসলার। চীনা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, দেশটিতে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বৈদেশিক প্রতিষ্ঠানের কারখানা বানাতে দেয়া হবে এবং এই কারখানাগুলো পুরোপুরিভাবে ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানেই থাকবে। এমন উদ্যোগে টেসলার আগে থেকেই আগ্রহ ছিল। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

এক ইমেইল বিবৃতিতে টেসলার এক মুখপাত্র বলেন, “আজকে আমরা শাংহাইতে বৈদ্যুতিক গাড়ির নতুন উৎপাদন কারখানা গিগাফ্যাক্টরি ৩ তৈরির কাজ শুরু করতে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছি।” “প্রয়োজনীয় সব অনুমোদন পাওয়ার পর আমরা আশা করছি নিকট ভবিষ্যতেই এটি তৈরির কাজ শুরু হবে। সেখান থেকে গাড়ি উৎপাদনের আগ পর্যন্ত কারখানাটি বানাতে প্রায় দুই বছর সময় লাগবে। আর এটি পুরোদমে চালাতে আরও দুই থেকে তিন বছর সময় লাগবে।”

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির বরাত দিয়ে সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, এই কারখানায় চীনা গ্রাহকদের জন্য বছরে পাঁচ লাখ গাড়ি উৎপাদন করা সম্ভব হবে। টেসলা মুখপাত্র বলেন, “চীনা বাজারে টেসলা গভীরভাবে অঙ্গীকারবদ্ধ এবং আমাদের গ্রাহকদের জন্য আরও বেশি গাড়ি তৈরির দিকে নজর রাখছি।”

মঙ্গলবার ব্লমবার্গের প্রতিবেদনে বলা হয়, সাংহাইতে কারখানার জন্য চীনে ‘স্থানীয় কর্তৃপক্ষের’ সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে টেসলা। কারখানাটির উৎপাদন ক্ষমতা হবে বছরে পাঁচ লাখ গাড়ি। খবর প্রকাশের পর মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বেড়েছে ১.২ শতাংশ।

Exit mobile version