TechJano

ছোট থেকে শুরু করেই বড় হতে হয়: নিশা

তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় এক সেমিনার। বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে রাজধানীর সাউথইস্ট ইউনিভার্সিটিতে সম্প্রতি ‘বিজনেস ইনোভেশন অ্যান্ড ফিউচার টেকনোলজি’ শীর্ষক এক সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা বলেন, ‘ছোট থেকে শুরু করেই বড় হতে হয়। তাই কখনও হাল ছেড়ে চলে যাওয়া নয়, যেকোন পরিস্থিতিতে নিজেকে সামলে সামনে এগিয়ে যেতে হবে।’

এতে বিজনেস এবং ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারটিতে স্পীকারের বক্তব্যে বিডি জবস এর অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার শোয়েব হাসান বলেন, ‘আমরা দেশের বাইরের বিভিন্ন উদ্যোক্তাদের কথা শুনি, অথচ আমাদের দেশেই এমন অনেক উদ্যোক্তা আছেন, যারা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ সফল হয়েছেন।’

তরুণ প্রজন্মকে সততার সাথে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়াও বর্তমান দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে চাকরির অবস্থান নিয়ে আলোচনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে সাউথইস্ট ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্ট এর ডিন জনাব প্রফেসর ডঃ এমডি আবু তাহের বলেন, ‘নতুন টেকনোলোজি এবং ইনোভেশনে মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী কর্মজীবনে সাফল্য আনার ক্ষেত্রে বাংলাদেশ ইনোভেশন ফোরামের এমন উদ্যোগ প্রশংসনীয়।’ এধরনের পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

এছাড়াও সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর অফ সিপিডিএস জামাল উদ্দিন জেমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. রেজোয়ান-আল-ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. সোহেলা মুসতারি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ।

Exit mobile version