TechJano

জাঁকজমকপূর্ণভাবে শুরু হতে যাচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯

আগামী ১০ অক্টোবর, ২০১৯ইং তারিখ, বৃহষ্পতিবার থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডস্থ দেশের সর্ব বৃহত্তম কম্পিউটার মার্কেট কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) বড় পরিসরে জাঁকজমকপূর্ণভাবে শুরু হতে যাচ্ছে “ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯”।

ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯ উপলক্ষে আজ (৭ অক্টোবর, সোমবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও “ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯” এর আহŸায়ক জনাব তৌফিক এহেসান।

“Go Digitally Make your life hassle-free” (গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসল ফ্রি) শ্লোগানে ১০ম বারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। দক্ষিন-পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তর আইটি পণ্যের শপিং মল হিসেবে ইতোমধ্যেই পরিচিত ও জনপ্রিয় কম্পিউটার সিটি সেন্টার সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত। ১ম থেকে ১০ম তলা পর্যন্ত ১ লক্ষ ৬৫ হাজার বর্গফুট এরিয়া জুড়ে এ মার্কেটের ৭৪৬টি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল এ মেলায় প্রদর্শন করবে। এবার মেলার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে বিশ্বখ্যাত কয়েকটি ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান। প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে- এসার, ডেল, এইচপি, ক্যাসপারস্কাই। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে- আসুস, লেনোভো, এডাটা। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে- ডাহুয়া ও টিপি-লিংক। স্পন্সর হিসেবে রয়েছে- ইসেট, টেনডা, ট্রানসেন্ড, ওয়েব লিংক। গেমিং পার্টনার হিসেবে রয়েছে- গিগাবাইট।

দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে, বহু প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষেই এ মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে।

প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ আয়োজন হিসেবে থাকবে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা, ফ্রি গেমিং ও ইন্টারনেট ব্রাউজিং প্রভৃতি সুবিধা। মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রবেশাধিকার উন্মুক্ত করা হয়েছে।

ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯ এর বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রাণালয়ের (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ) মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য জনাব ড. জামিলুর রেজা চৌধুরী, ঢাকা ১০ আসনের মাননীয় সাংসদ ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, এফবিসিসিআই এর সভাপতি জনাব শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দিন, এফবিসিসিআই এর পরিচালকবৃন্দ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির নের্তৃবৃন্দসহ সমাজের অন্যান্য গুণীজন ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়।

ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯ এর আহŸায়ক ও কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি জনাব তৌফিক এহ্সোন বলেন, এবারের ডিজিটাল আইসিটি ফেয়ার হবে জাঁকজমকপূর্ণ। পুরো শপিং মল জুড়ে চলবে প্রযুক্তি পণ্যের বেচাকেনা ও নতুন প্রযুক্তিপণ্যের প্রদর্শনী। মেলায় থাকবে নানা ছাড় ও উপহার। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব মানুষের হাতে ডিজিটাল পণ্য তুলে দেওয়ার প্রয়াসে এবারের আয়োজন করা হচ্ছে। নিরাপত্তাসহ নির্বিগ্নে মেলার আয়োজনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সিটি সেন্টারের অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়াও সংবাদ সম্মেলনে মেলার আয়োজক কমিটির সকল সদস্য ও দেশের খ্যাতিমান আইসিটি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এক নজরে “ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯”
তারিখ: ১০-১৪ অক্টোবর, ২০১৯
স্থান: কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্ল্যান)
৬৯-৭১, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
শ্লোগান: “Go Digitally Make your life hassle-free”
সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা
আয়োজক: কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি
অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান: ৭৪৬টি
প্রবেশমূল্য: ১০ টাকা। স্কুল/কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের প্রবেশাধিকার উন্মুক্ত।
ই-মেইল:  computercitycentre@gmail.com
ওয়েবসাইট: www.facebook.com/digitalictfair

Exit mobile version