TechJano

জাকারবার্গ কিভাবে বিশ্বের সেরা ধনী হচ্ছেন?

এত টাকা দিয়ে কি করবেন জাকারবার্গ? আপনি কি জানেন, জাকারবার্গের সম্পদের পরিমান কত? আর কিছুদিনের মধ্যেই তিনি বিল গেটস আর জেফ বেজোসকে পেছনে ফেলবেন। ইতিমধ্যে পেছনে ফেলেছেন ওয়ারেন বাফেটকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন। মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেটকে পেছেনে ফেলে ফেলে শুক্রবার মার্কিন বাণিজ্য সাময়িকী ব্লুমবার্গের প্রকাশিত ধনকুবেরদের তালিকার তিন নম্বরে উঠে আসেন তিনি।
৩৪ বছর বয়সী মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ১শ ৬০ কোটি ডলার। চলতি বছরের তালিকায় প্রযুক্তি ব্যবসায়ীরা প্রভাব বিস্তার করেছেন। তালিকার শীর্ষ ৩ জনই প্রযুক্তি সংশ্লিষ্ট।
প্রথম ১০ জনের মধ্যে ৬ জনই প্রযুক্তি খাত থেকে আয় করেন। প্রতিবছর বিশ্বের শীর্ষ ৫শ’ ধনীর তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। তাদের তালিকা অনুযায়ী, সবার উপরে রয়েছেন অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
এক সময়ের শীর্ষ ধনী ওয়ারেন বাফেট বর্তমানে চারে নেমে গেছেন। দাতব্য কাজে বিপুল অর্থ ব্যয় করায় তার অবস্থানের এমন পরিবর্তন হয়েছে বলে মনে করেছন বিশ্লেষকরা। এদিকে, জাকারবার্গের তৃতীয় স্থানে উঠে আসার খবরে শুক্রবারই ফেসবুকের শেয়ারের দাম দুই দশমিক চার শতাংশ বেড়েছে।
জাকারবার্গ অবশ্য নানা দাতব্য উদ্যোগে টাকা ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Exit mobile version