TechJano

জার্মানিতে ই-কমার্স ব্যবসার অবস্থান সুদৃঢ় হওয়ার গল্প

জার্মান ন্যাশানাল ই-কমার্স অ্যাসোসিয়েশন” – Handerbund” ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ইউরোপের সর্ববৃহৎ ই-কমার্স অ্যাসোসিয়েশন, তাদের অ্যাসোসিয়েশনে ৫০,০০০ এর অধিক ব্যবসা প্রতিষ্ঠান মেম্বার । তারা যুক্ত আছে “ই-কমার্স ইউরোপ” সংস্থার সাথে , ১৪ জন অভিজ্ঞ আইনজীবী রয়েছেন এই ই-কমার্স অ্যাসোসিয়েশনে ই-কমার্স বিষয়ক আইনি সহায়তার জন্যে এবং তারা তাদের সদস্যদের টেলিফোন ও ই-মেইল এর মাধ্যমে বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে । “জার্মান ন্যাশানাল ই-কমার্স অ্যাসোসিয়েশন” – Handerbund” তাদের সদস্য প্রতিষ্ঠানদের ট্রাস্টমার্ক বরাদ্ধ করে থাকে , যদি সেই প্রতিষ্ঠান তাদের দেয়া সকল নিয়ম-কানুন এর বিষয় অর্জন করতে পারে । তারা একই সাথে ই-কমার্স ইউরোপ ট্রাস্টমার্ক প্রদান করছে , এতে করে তারা অন্তর্ভুক্ত করছে নিজেদের ইউরোপের কনজ্যুমার আইনের অন্তর্গত ।
“Handerbund” শুধুমাত্র জার্মানিতেই তাদের সহায়তা দেয়া সীমাবদ্ধ রাখেনি , তারা ইউরোপের বিভিন্ন দেশ যেমন , স্পেন,ফ্রান্স,ইউকে,অস্ট্রিয়া,ডেনমার্ক ,বেলজিয়াম , গ্রিস,ইউকে এবং নেদারল্যান্ড’কেও সহায়তা দিচ্ছে ।
সাম্প্রতিক সময়ে “Handerbund” , “ফেয়ার কমার্স” নামে একটা উদ্যোগ নিয়েছে , এ উদ্যোগের কারণ হচ্ছে সুষ্ঠ প্রতিযোগিতা সৃষ্টি করা ই-কমার্স ব্যবসায় । এতে করে অনলাইন ব্যবসায়ীরা একে অন্যের ব্যাপারে কোন অভিযোগ থাকলে তা লিখিত আকারে অভিযোগ করতে হবে । “ফেয়ার কমার্স” এর আওতায় রয়েছে ৩৩,০০০ সদস্য , যারা ই-কমার্স ব্যবসার শক্তি বৃদ্ধি করছে সুষ্ঠ প্রতিযোগিতা করে, আর এটাই ই-কমার্স ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি ।

লেখক: নাজমুল হাসান মজুমদার

Exit mobile version