TechJano

জিমেইলের কনফিডেন্সিয়াল মোড কিভাবে কাজে লাগাবেন?

জিমেইলে নতুন নতুন ফিচার আসছে। সে ধারাবাহিকতায় এবার এসেছে কনফিন্ডেশিয়াল মোড। এটি মূলত মেইল ও তথ্যের সুরক্ষায় আনা হয়েছে।

কনফিন্ডেশিয়াল মোড Confidential Mode চালু করে ব্যবহারকারী নানা কাজে লাগাতে পারবেন।

চলতি বছরেই একেবারে নতুনভাবে আনা হয়েছে Gmail কে, যোগ হয়েছে প্রয়োজনীয় ফিচারস৷ তবে, Android এবং iOS থেকে বাদ পড়েছিল বেশ কিছু ফিচারস৷ যার মধ্যে কনফিন্ডেশিয়াল মোড অন্যতম৷ এবার সেই ঘাটতি পূরণেই তৎপর কর্তৃপক্ষ৷

গুগল বলেছে, মোডটি ব্যবহার করতে প্রয়োজন পড়বে না কোন অ্যাপ আপডেটের৷

চলতি বছরেই (এপ্রিল) নতুন জিমেইল এর সঙ্গে আত্মপ্রকাশ করে কনফিন্ডেশিয়াল মোড৷ অবশেষে, সেই অপশনটিকেই এবার পেতে চলেছেন অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীরা৷ যেটি ই-মেইলের কনটেন্টকে রক্ষা করবে৷ এছাড়াও, থাকছে অটো-ডিলিটের মতো অপশন৷ যেখানে ইউজারকে সেট করতে হবে একটি নির্দিষ্ট সময়সীমা (১ দিন, ১ সপ্তাহ, ৫ বছর)৷ তারিখ পেরিয়ে গেলে নিজে থেকেই ডিলিট হয়ে যাবে ই-মেইলটি৷

আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয়ক্ষেত্রেই একইভাবে কাজ করবে এই কনফিন্ডেশিয়াল মোড৷ ই-মেইল পাঠানোর সময় মেনুবারেই দেখা যাবে কনফিন্ডেশিয়াল মোডকে৷ অপশনটির উপর ক্লিক করলেই আসবে এক্সপায়ারি ডেট ও SMS ভেরিফিকেশনের বিষয়টি৷ চলতি মাসের প্রথমদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পেয়েছেন আরও একটি নতুন অপশন৷ যেখানে বন্ধ করা যাবে ‘Conversation view’৷

ব্যবহারের নিয়ম:
কম্পিউটার থেকে জিমেইল যান
কম্পোজে ক্লিক করুন
উইন্ডোর নিচে কনফিন্ডেশিয়াল মোড চালু করুন।
সেখানে ডেট টাইম ঠিক করে দিতে পারেন।
যারা চালু করেছেন তারা সেখানে ক্লিক করে এডিট করতে পারবেন।
পাসাকোড দিতে পারেন
যদি এসএমএস পাসকোড দেন, প্রাপক একটি টেক্সটে পাসকোড পাবেন। গ্রাহকের ফোন নম্বর দিতে ভুলবেন না। এভাবে সেভ করুন।

Exit mobile version