TechJano

টাকশালের নতুন অ্যাপ

ঘড়ি বিক্রয়ের ই-কমাস প্রতিষ্ঠান টাকশাল ডটকম নতুন অ্যাপ উন্মুক্ত করেছে। অনলাইনে ঘড়ি ক্রেতাদের জন্য অ্যাপ ডাউনলোডে বিশেষ অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। টাকশালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লেস্টোর থেকে টাকশাল অ্যাপ ডাউনলোড করলে ঘড়িতে ১০ থেকে ৩০ শতাংশ ছাড় পাবেন।
টাকশাল ডটকমের প্রধান নির্বাহী মাহাবুব হাসান বলেন, ঘড়ি বিক্রয়ের অনলাইন ঠিকানা হিসেবে টাকশাল ইতিমধ্যে ক্রেতাদের আস্থা অজন করেছে। প্রথম থেকে দারুণ সাড়া পেয়েছে টাকশাল। বিভিন্ন ধরনের ঘড়ির সংগ্রহ রয়েছে টাকশালে। অ্যাপ ডাউনলোড করে ঘড়ির ফরমাশ দিলে নির্দিষ্ট ব্র্যান্ডের ঘড়িতে একটি কিনলে একটি ফ্রি পাওয়া যাবে । এ ছাড়া পণ্য ডেলিভারির ক্ষেত্রেও কোনো অতিরিক্ত খরচ নেই। অ্যাপ ডাউনলোডের ঠিকানা (https://goo.gl/CYQkGT)

Exit mobile version