TechJano

টানা ১১ বারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের স্পন্সর ওয়ালটন

এবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি এই নিয়ে টানা ১১ বারের মতো ঢাকা লিগের টাইটেল স্পন্সর হলো।

টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২২-২৩।’

গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগে টানা ১১টি আসর এবং জাতীয় ক্রিকেট লিগের ১২টি আসরের স্পন্সর ওয়ালটন।

পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এ ওয়ালটন সেন্ট্রাল জোন দলের ফ্র্যাঞ্চাইজিও ছিল দেশের সুপার ইলেকট্রনি· ব্র্যান্ডটি। এরই মধ্যে তারা প্রতিযোগিতার প্রথম, চতুর্থ ও নবম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নবম আসরে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের পাশাপাশি পঞ্চাশ ওভারের ফরম্যাটেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন।

ক্লাব ক্রিকেটের ১২ দল নিয়ে ঢাকা লিগ শুরু হবে বুধবার (১৫ মার্চ) থেকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়াম ও বিকেএসপি মাঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ঢাকার সেরা ক্লাবগুলো। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধন সকাল ৯টায় মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

লিগের শুরুতে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর প্রত্যেকে নিজেদের ক্লাবে যোগ দেবেন। ফলে মাঠের লড়াইয়ে থাকবে উত্তেজনা, রোমাঞ্চ।

প্রথম রাউন্ডের ফিকচার
১৫-৩-২০২৩
লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ঢাকা লিওপার্ডস (শের-ই-বাংলা স্টেডিয়াম)
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব (খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব (বিকেএসপি-৩)

১৬-৩-২০২৩
আবাহনী লিমিটেড বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড (শের-ই-বাংলা স্টেডিয়াম)
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৩)
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড (খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম)

Exit mobile version