দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য আজ রোববার চতুর্থ দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বদলে আজ ত্রাণসামগ্রী জমা নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে। তবে কেউ নগদ অর্থসহায়তা ও জরুরি ওষুধ দিতে চাইলে তা দেওয়া যাবে টিএসসির ফটকে স্থাপিত বুথে।
গতকাল শনিবার কর্মসূচির তৃতীয় দিনেও ত্রাণ নিতে আসা মানুষের ঢল নেমেছিল টিএসসিতে। মানুষ এত ত্রাণসামগ্রী নিয়ে এসেছিলেন যে সন্ধ্যার পর টিএসসিতে ত্রাণ রাখার আর জায়গা ছিল না। পরে রাতেই ত্রাণ সংগ্রহের ভেন্যু পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে নেওয়া হয়। তবে অর্থ ও জরুরি ওষুধ জমা নেওয়া হয় টিএসসিতেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান আজ সকাল ১০টার দিকে বলেন, ‘আজ টিএসসিতে শুধু অর্থ সংগ্রহ এবং জরুরি ওষুধ সংগ্রহ চলবে। ত্রাণ সংগ্রহ চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে (শারীরিক শিক্ষাকেন্দ্র)।’ সে অনুযায়ী আজ সকাল থেকে আবারও ত্রাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে। চলবে রাত আটটা পর্যন্ত।