TechJano

টুইটার ব্যবহারকারী কমছে কেন?

এখন আর কেউ টুইট করছে না। কিন্তু কেন? দ্বিতীয় প্রান্তিকে অন্তত ১০ লাখ ব্যবহারকারী কমে গেছে টুইটারের। কারণ হিসেবে অবশ্য মাধ্যমটি বলছে, তারা এর মধ্যে প্রতারণামূলক এবং সক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। এর ফলে ব্যবহারকারী কমছে। এদিকে, এ খবরে টুইটারের আয় কমেছে। খবরটি প্রকাশ হওয়ার পর টুইটারের শেয়ারমূল্য পড়ে গেছে ১৯ শতাংশ। আর শেষ হওয়া প্রান্তিকে ক্ষুদে ব্লগিং সাইটটির আয় হয়েছে ৭১ দশমিক ১০ কোটি ডলার। যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২৪ শতাংশ বেশি।

বিশ্বব্যাপী টুইটার ব্যবহারকারী ১০ লাখ কমে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫০ লাখে। আয়ের অন্তত ৬০ কোটি ১০ লাখ ডলার এসেছে বিজ্ঞাপন থেকে। যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় ২৩ শতাংশ বেশি।

শুধু যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৬ কোটি ৭০ লাখ ডলার। আগের বছরের তুলনায় এ বছর দ্বিতীয় প্রান্তিকে সক্রিয় ব্যবহারকারী বেড়েছে ১১ শতাংশ। চলতি বছর প্রথম প্রান্তিকে যা ছিল ১০ শতাংশ।টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি বলেছেন, ব্যবহারকারীরা যাতে আরো বেশি মূল্য পায় তার জন্য কাজ করছি আমরা।

Exit mobile version