TechJano

টেকজানো-রিভ অ্যান্টিভাইরাস প্রতিযোগিতায় বিজয়ী হলেন যাঁরা

টেকজানো-রিভ অ্যান্টিভাইরাস প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের ধন্যবাদ। সাইবার সচেতনতা বিষয়ে অনেক সুন্দর লেখা পেয়েছি। আশা করি নিয়মিত লিখবেন এবং (shiningbd2014@gmail.com) মেইলে পাঠাবেন।
অনেকেই অনাকাঙ্ক্ষিত মেইলে ক্লিক করে ফিশিং আক্রমণের শিকার হন। ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার দুনিয়ায় সচেতনতা প্রয়োজন। রিভ অ্যান্টিভাইরাস ও প্রযুক্তি পোটাল টেকজানো (techjano.com)সাইবার সচেতনতা বাড়াতে আয়োজন করেছিল প্রযুক্তি বিষয়ক লেখা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিতে প্রযুক্তি বিষয়ে সচেতনতামূলক বা প্রযুক্তি সংক্রান্ত যেকোনো ধরনের আপনার লেখা সঙ্গতিপূণ ছবিসহ পাঠাতে হয়। বাছাইকৃত লেখা প্রকাশিত হয় (https://techjano.com/)সাইটে।
লেখার মান ও জনপ্রিয়তার ওপর ভিত্তি করে কয়েকটি লেখাকে পুরস্কৃত করা হচ্ছে। বিজয়ীরা রিভ ইন্টারনেট সিকিউরিটির ১ বছরের 1 year (1pc + 1 mobile) অ্যান্টিভাইরাস পাচ্ছেন।
রিভ অ্যান্টিভাইরাসকে প্রতিযোগীদের পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ। বিজয়ীদের মেইলে পৗছে যাবে পুরস্কার। বিজয়ীদের লেখা ফেসবুক শেয়ারের স্ক্রিনশট পাঠাতে হবে। (shiningbd2014@gmail.com)

বিজয়ীরা হলেন-
বাংলাদেশের গ্রামের ছেলে বিদেশে রোবটিক্স বিশেষজ্ঞ
জিমি মজুমদার। তরুণ প্রযুক্তিবিদ।

যে অ্যাপ সবার দরকার
সাদ্দাম হোসেন। উদ্ভাবক।

‘অন্তঃরালের অপরিচিতা’
সামিউল ইসলাম ইমন, শিক্ষার্থী, মাইলস্টোন কলেজ, উত্তরা।

টাকা ধার চেয়ে ইমেইল
মো. আমিনুর রহমান, ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার।

জার্মানিতে ই-কমার্স ব্যবসার অবস্থান সুদৃঢ় হওয়ার গল্প
নাজমুল হাসান মজুমদার

আমার ফেসবুক থেকে টাকা চাওয়া হচ্ছে
জাহরা জাহান পার্লিয়া, ডেভেলপার ও ফ্রিল্যান্সার।

প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ?
মোহাম্মদ অংকন, কথা সাহিত্যিক ও কলাম লেখক

Exit mobile version