TechJano

টেলিযোগাযোগ মন্ত্রীর ত্রান খালীয়াজুরীতে বন্যাদুর্গতদের জন্য

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বন্যাদুর্গতদের মাঝে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ৮শত দরিদ্র পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যন কিবরিয়া জব্বার মন্ত্রীর পক্ষে আজ সোমবার ত্রানসামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ৫শত প্যাকেট শুকনা খাবার ও ৩শত প্যাকেট নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। বন্যায় উপজেলার ৬টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

এই ত্রাণ বিতরণে সহায়তা করার জন্য মন্ত্রী বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, বাক্কোর মহাসচিব জনাব তৌহিদ হোসেন ও ডাক বিভাগকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান। মন্ত্রী খালিয়াজুরীসহ সমগ্র হাওর এলাকার বন্যাপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান ।

Exit mobile version