TechJano

ট্রানশান এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে

দেশে স্মার্টফোনের বাজারে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ট্রানশান। উঠে এসেছে শীর্ষে। ১৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে ট্রানশান। স্যামসাং মতো ব্র্যান্ডকে পেছনে ফেলেছে। এখন শুধু সামনে আছে অনেকদিন থেকে বাজার দখল করে রাখা সিম্ফনি। তবে শিগগিরই তাকেও টেক্কা দেওয়ার কথা ট্রানশানের। আইডিসির এক তথ্যে এ কথা বলা হয়েছে। বড় খবর, স্যামসাংকে টপকে তাদের অবস্থান দখল করেছে ট্রানশন। আইটেল, ইনফিনিক্স ও টেকনো মোবাইল ফোন ব্র্আন্ডআছে ট্রানশানের। এ তিনটি ব্র্যান্ড বিশ্বব্যাপী বাজারজাত করে ট্রানশন হোল্ডিংস লিমিটেড।সিম্ফোনি সবার উপর থাকলেও তাদের অবস্থান মজবুত নয়। বিগত ২০১৭ সালে তাদের ২০১৬ সালের তুলনায় বিক্রি কমেছে ৪৮ শতাংশ, আর প্রতি প্রান্তিকে কমেছে ৩৭ শতাংশ। এ তথ্য ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন বা আইডিসির।এদিকে হারানো ক্রেতারা ঝুঁকেছেন ট্রানশনের প্রতি। তৃতীয় প্রান্তিকে তাদের বিক্রি ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে বেড়েছে ১৪ শতাংশ।
বাংলাদেশে ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ৭০ লাখ। এর মধ্যে এক কোটি মানুষ ব্যবহার করে স্মার্টফোন। দেশের বাজারে প্রতি তিনটি ফোন বিক্রির মধ্যে মাত্র একটি স্মার্টফোন। তবে এ সংখ্যা বদলে যাচ্ছে। গত ২০১৭ সালে স্মার্টফোন বিক্রি বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ।আইডিসির অনুমান, ২০১৭ সালে দেশে ৮১ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে। সর্বমোট ফোন বিক্রি হয়েছে ৩ কোটি ৪২ লাখ।সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ডিজাইন, ভালো পারফরমেন্স আর মার্কেটিংয়ের জোরে স্যামসাংয়ের অবস্থান কেড়ে নিয়েছে চীনা কোম্পানিগুলো। দেশের বাইরে ভারতেও স্যামসাং একই প্রতিযোগীতার মুখে পড়েছে।বাংলাদেশে এখন বিক্রি ও বাজার শেয়ারে শীর্ষে রয়েছে সিম্ফনি। ব্র্যান্ডটির মার্কেট শেয়ার ২৯ শতাংশ। ১৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে ট্রানশান, ১২ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে স্যামসাং, হুয়াওয়ে আট শতাংশ নিয়ে চতুর্থ এবং ছয় শতাংশ নিয়ে ওয়ালটন পঞ্চমে রয়েছে।

Exit mobile version