কে বলে আড্ডা দিতে দিতে কিছু শেখা যায় না? সামাজিকতা, পারস্পরিক বোঝাপড়া যেমন বাড়ে তেমনি জানাশোনা কম হয় না। ডিজিটাল স্কিলের সদস্যরা এমন লক্ষ্য নিয়ে মাঝে মাঝেই আড্ডা দেয়। আজ শুক্রবার ছিল তেমনই এক আড্ডা। সদস্যদের মধ্যে পারস্পারিক বন্ধন দুড় করতে এবং জানাশোনা বাড়াতে রাজধানীর প্লাটিনাম ক্লাবে জমজমাট আড্ডা হয়। এতে মধ্যমনি হয়ে ছিলেন গ্রুপের প্রাণ রাজীব আহমদ। আড্ডায় অংশ নেওয়া সদস্যরা ব্যাপক খুশি। তারা ছবি পোস্ট দিয়েছেন এবং এ ধরনের আড্ডায় আরও যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন। এক সদস্য মজা করে লিখেছেন-আমার বিয়াতেও অত মজা লাগে নাই।আজ যে মজা লাগসে। ধন্যবাদ সবাইকে।
ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ মেম্বারদের ব্যাপক আড্ডাবাজি
![](https://techjano.com/wp-content/uploads/2018/04/29793659_2188643721355163_6332246936497684480_n.jpg)