TechJano

ঢাকায় ৬ দিন ব্যাপী প্রযুক্তিগত মাস্টার ক্লাসের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

৭ ফেব্রুয়ারি ২০১৮ ইং তারিখে ৬ দিন ব্যাপী টেকনো মাস্টার ক্লাসে অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতির ইনোভেশন সেন্টারে ১ থেকে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সস্টিটিউট ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ আয়োজনে চারটি গুরূত্বপূর্ণ বিষয় “ÒInternet of Things (IoT), Data Science, Blockchain এবংBig Data এর ওপর বিশেষ মাস্টার ক্লাসের আয়োজন করা হয়। ভারতের আইটি কনসালটেন্সি প্রতিষ্ঠান VINSYS থেকে আগত অভিজ্ঞ প্রযুক্তিবিদদের দ্বারা সেশন সমূহ পরিচালিত হয়। সার্টিফিকেট ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের সচিব সুবীর কিশোর চৌধুরী। উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহম্মদ নূরুজ্জামান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আসফাক এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সস্টিটিউটের এডভাইজর জনাব কে এম হাসান রিপন। শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

Exit mobile version