TechJano

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাউডভিত্তিক সফটওয়্যার তৈরি করবে ড্যাফোডিল কম্পিউটার্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এর মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর জন্য একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এই চুক্তির আলোকে উক্ত বিভাগের জন্য ড্যাফোডিল কম্পিউটার্স লিঃ ক্লাউড বেইজড সিস্টেম ডিজাইন, স্টুডেন্ট ও লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি, সরবরাহ এবং সার্ভিস প্রদান করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের পক্ষে অধ্যাপক ডঃ মোঃ মহব্বত আলি এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিঃ এর পক্ষে জনাব রিয়াজ উদ্দিন আহমেদ (ব্যবসায় উন্নয়ন ব্যাবস্থাপক) চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আব্দুল হাকিম ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিঃ এর উপ-মহা ব্যাবস্থাপক জনাব জাফর আহমেদ পাটোয়ারী ও সফটওয়্যার বিভাগের প্রধান জনাব রাশেদ করিম ও অন্যান্য কর্মকর্তাগন সহ প্রমুখ।

Exit mobile version