TechJano

তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা জানালো নগদ

দেশের তথ্য প্রযুক্তি খাতকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার নেতৃত্বদানকারী জনাব জুনাইদ আহমেদ পলক সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে তাকে সংবর্ধনা দিয়েছে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’। গতকাল তার কার্যালয়ে মন্ত্রীকে ফুলেল সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি।

নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ. মিশুক, নগদ-এর নির্বাহী পরিচালক মোঃ সাফায়েত আলম এবং নগদ-এর কর্পোরেট এ্যান্ড রেগুলেটরি বিভাগের প্রধান সোলায়মান সুখন ফুল দিয়ে এবং কেক কেটে প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন নগদ এবং মন্ত্রণালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

Exit mobile version