TechJano

তিন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ হবে, দ্রুত আবেদন করুন

আবেদনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। দ্রুত আবেদন করে ফেলুন। সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় । এর মধ্য থেকে বেছে তিনটি তুলে ধরা হল। সুযোগ থাকলে আপনিও আবেদন করতে পারেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ২টি পদে মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে। আর এই পদ ২টি হলো- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

আবেদনের যোগ্যতা
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এই পদে নিয়োগ দেয়া হবে ৪ জন। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত একজন সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন হিসেবে পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের হতে হবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রিধারী। এই পদটিতেও নিয়োগ দেয়া হবে ৪ জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপ্রাপ্তরা বেতন হিসেবে পাবেন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা http://moys.teletalk.com.bd/home.php ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন কারা যাবে আগামী ২৪ মে-২০১৮ তারিখ পর্যন্ত।

সমাজসেবা অধিদপ্তর

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরও জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞিপ্তি অনুযায়ী টেকনিক্যাল ট্রেইনার পদে নিয়োগ পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

টেকনিক্যাল ট্রেইনার পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক পাস ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণের সনদধারী প্রার্থীরা অগ্রাধিকারপ্রাপ্ত হবেন। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

আবেদন প্রক্রিয়া ও বেতনসীমা

আগামী ২৫ মে, ২০১৮ তারিখ পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে। এই পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের বেতন হিসেবে দেয়া হবে

৮ হাজার ২’শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা।

পায়রা বন্দর কর্তৃপক্ষ

পায়রা বন্দর কর্তৃপক্ষও জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের প্রক্রিয়ায় পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ কারা হয়েছে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের পদসমূহ ও যোগ্যতা

পাইলট, মাস্টার (এফজি), সিনিয়র হাইড্রগ্রাফার, সিনিয়র সহকারী প্রধান পদের বিপরীতে এ নিয়োগ দেয়া হবে।

মাস্টার (এফজি) বা প্রথম/তৃতীয় শ্রেণি (ডেক) কম্পিট্যান্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তরা বেতন হিসেবে পাবেন ৩৫ হাজার ৫’শ থেকে ৬৭ হাজার ১০ টাকা।

সিনিয়র হাইড্রগ্রাফার নিয়োগ দেয়া হবে একজন। এই পদটিতে আবেদন করতে হলে প্রার্থীদের। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত/ফলিত গণিত ভূগোল/পদার্থবিজ্ঞান/রসায়ন/ ফলিত পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর হতে হবে। এই পদে নিয়োগ প্রাপ্তরা বেতন হিসেবে পাবেন ৩৫হাজার ৫’শ থেকে-৬৭ হাজার ১০ টাকা।

সিনিয়র সহকারী প্রধান- হিসেবে নিয়োগ দেয়া হবে একজন।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/পরিসংখ্যানে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর হতে হবে। এই পদে নিয়োগ প্রাপ্তরা বেতন হিসেবে পাবেন

৩৫ হাজার ৫’শ থেকে ৬৭ হাজার ১০ টাকা।

উপপরিচালক (বাজেট) পদে নিয়োগ দেয়া হবে একজন।

এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/অর্থনীতিতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর হতে হবে।

এই পদে নিয়োগ প্রাপ্তদের বেতন হিসেবে দেয়া হবে ৩৫ হাজার ৫’শ থেকে ৬৭ হাজার ১০ টাকা।

উপপরিচালক (অডিট) পদে নিয়োগ দেয়া হবে একজন। এই পদটিতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ ব্যবস্থাপনা/অর্থনীতিতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর হতে হবে। এই পদে নিয়োগ প্রাপ্তদের বেতন হিসেবে দেয়া হবে ৩৫ হাজার ৫’শ থেকে ৬৭ হাজার ১০ টাকা। আগ্রহী প্রার্থীরা http://ppa.teletalk.com.bd ওয়েবসাইট এর মাধ্যমে আগামী ১১ জুন-২০১৮ এর মধ্যে আবেদন করতে পারবেন।

Exit mobile version