TechJano

দুই খাতে পুরস্কার পেল হুয়াওয়ে

‘মোবাইল খাত’ ও ‘স্মার্ট সিটি প্রযুক্তি’তে অবদানের জন্য পুরস্কার পেয়েছে বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। মূলত নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর ও ডিজিটাল ইকোসিস্টেম স্থাপনে নেতৃত্ব দেওয়ায় হুয়াওয়েকে ‘জিএসএমএ অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্যা মোবাইল ইন্ডাস্ট্রি’ পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া স্মার্ট সিটি গড়ে তুলতে ন্যারো ব্যান্ড-ইন্টারনেট অব থিংস (এনবি-আইওটি) প্রযুক্তি প্রয়োগের জন্য প্রতিষ্ঠানটিকে ‘জিএসএমএ বেস্ট মোবাইল ইনোভেশন’ পুরস্কার দেওয়া হয়েছে। সম্প্রতি শেষ হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হুয়াওয়েকে এসব পুরস্কার দেওয়া হয়।
জানা গেছে, মানুষের মধ্যে দৃঢ় বন্ধন গড়ে তুলতে এবং আরও ভালো সেবা দিতে হুয়াওয়ে থ্রিজি ও ফোরজি প্রযুক্তি নিয়ে কাজ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ও প্রযুক্তি নিয়ে কাজ করছে। তথ্য প্রযুক্তি খাত ও মোবাইল যোগাযোগে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জিএসএমএ কর্তৃপক্ষ ব্যক্তি, কোম্পানি এবং প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে থাকে। চলতি বছরের (২০১৮) মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হুয়াওয়ে বিভিন্ন খাতে অবদানের জন্য ৩০টিরও বেশি পুরস্কার পেয়েছে।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) লিওন শিয়া বলেন, ‘ধারাবাহিকভাবে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সম্পূর্ণভাবে সংযুক্ত এবং বুদ্ধিবৃত্তিক পৃথিবী গড়ে তুলতে চায় হুয়াওয়ে। এনবি-আইওটি ভিত্তিক স্মার্ট সিটি প্রযুক্তির মাধ্যমে আরও দক্ষভাবে নগর ব্যবস্থাপনা, উন্নত জনসেবা এবং শিল্প উন্নয়ন নিশ্চিত করা হবে। পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও যদি এই প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে মানুষের জীবন আরও বেশি নিরাপদ ও সহজ হবে এবং স্মার্ট সিটি গড়ে তোলার প্রক্রিয়ায় তারা সংযুক্ত হবে। বৃহত্তর ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলে আমরা একটি আধুনিক বিশ্ব গড়ে তুলতে চাই।’
হুয়াওয়ে বিভিন্ন দেশের ৪০টি শিল্প খাতে ৫০টি স্মার্ট সিটি গড়ে তুলছে। সেসব সিটিতে বাইসাইকেল শেয়ার ও ধূমপান শনাক্তকরণ ছাড়াও পানি ও গ্যাস মিটার, স্ট্রিট পার্কিং, লাইটিং, আগুন নিয়ন্ত্রণে জলের কল, ম্যানহোল কাভার, পরিবেশ, আবর্জনার পাত্র ও ডাক বাক্স ব্যবস্থাপনা ও নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
ছবির ক্যাপশন:
মোবাইল খাতে অনবদ্য অবদান রাখার জন্য জিএসএমএ অ্যাওয়ার্ড গ্রহণ করছেন হুয়াওয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেন হু (বামে)। অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন জিএসএমএ’র চেয়ারম্যান ভারতি মিত্তাল (ডানে)।
হুয়াওয়ে সম্পর্কে
হুয়াওয়ে বিশ্বের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির সেবা বিশ্বের এক তৃতীয়ংশ জনসংখ্যার কাছে পৌঁছে গেছে। এক লাখ ৮০ হাজার কর্মী নিয়ে ভবিষ্যতের তথ্যপ্রযুক্তিভিত্তিক সমাজ তৈরির লক্ষ্যে হুয়াওয়ে কাজ করছে। এই বিশাল সংখ্যক কর্মীরা বিশ্বব্যাপী টেলিকম অপারেটর, উদ্যোক্তা ও গ্রাহকদের সর্বোচ্চ মূল্যায়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও জানতে ভিজিট করুন: www.huawei.com

Exit mobile version