নতুন করে লঞ্চ করে গত কয়েক বছরে আবার ধীরে ধীরে নিজেদের গ্রাহকদের মন জয় করতে শুরু করেছে নোকিয়া। মালিকানা বদলালেও ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের ভালোবাসা এখনো দেখা যাচ্ছে গ্রাহকদের মধ্যে। আর নোকিয়ার নতুন ফোনের নাম হয়েছে নোকিয়া এক্স। মে মাসেই চীনে লঞ্চ হয়েছে নোকিয়া-র এই বাজেট ফোনটি।
অনেক দিন ধরেই অপেক্ষা ‘নোকিয়া এক্স ৬’-এর গ্লোবাল লঞ্চের। জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই হংকং-এও লঞ্চ হবে ‘নোকিয়া এক্স ৬’। যদিও হংকং-এ এই ফোন ‘নোকিয়া ৬.১ প্লাস’ নামে লঞ্চ করবে বলে জানানো হয়েছে সেখানকার একটি পত্রিকায়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক নোকিয়া এক্স ৬-এর স্পেসিফিকেশন।
- নোকিয়া এক্স ৬-এ রয়েছে ৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
- এই ফোনে এ্যান্ড্রয়েড ৮.১ অরিও (Android 8.1 Oreo) অপারেটিং সিস্টেম-এর সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৩৬ (Snapdragon 636) চিপসেট।
- ‘নোকিয়া এক্স ৬’-এ রয়েছে ডুয়াল সিম, ডুয়াল রিয়ার ক্যামেরা।
- এর প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল আর রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার।
- ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ছবির গুণমান আরও সমৃদ্ধ করে নেওয়া যাবে।
- ফোনের সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের।
- নোকিয়া এক্স ৬’-এ রয়েছে ৩০৬০ মিলি অ্যাম্পায়ার ব্যাটারি।
- এই ফোনে মিলবে ৬ জিবি র্যাম।
- রয়েছে ফেস আনলক ফিচার।
উল্লেখ্য, আইফোনের মতো একই ডিসপ্লে বানিয়ে গ্রাহকদের মন জয় করতে চাইছে নোকিয়া। ভারতে ‘নোকিয়া এক্স ৬’-এর দাম ১৩,৮৯০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।