সহজে নিরাপদে সাশ্রয়ি দামে পছন্দের পণ্য কেনা-কাটার একটি উদ্ভাবনী ই-কমার্স প্ল্যাটফর্ম হিসাবে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম পরিচালনার ঘোষনা দিয়েছে ক্র্যাশডিল ডটকম।
আজ রাজধানীর একটি হোটেলে ক্র্যাশডিল ডটকম এর আনুষ্ঠানিক পথচলার শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাশডিল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ইশতিয়াক রহমান। তিনি বলেন, আমরা দেশের অনলাইন নির্ভর ক্রেতাদের জন্য নতুন ধরনের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করলাম। যার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য কেনাকাটার চমৎকার কিছু ডিল উপহার দিতে পারবো।
আমাদের দেশের অনলাইন নির্ভর ক্রেতা ও বিক্রেতাদেরকে আরও বেশি অনলাইন কেনাকাটায় উৎসাহিত করবে নতুন এই প্লার্টফর্মটি। এখানে বিভিন্ন আকর্ষণীয় ডিলের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ হবে।
আইডিএস এর একটি সহযোগি প্রতিষ্ঠান ক্র্যাশডিল। শুরতেই আমাদের গ্রাহকরা একটি সুন্দর ইকমার্স ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপসের মাধ্যমে আমাদের সেবা গ্রহন করতে পারবেন। আমাদের লক্ষ্য নিত্য নতুন ডিলের মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী কেনাকাটা করার সুবিধা দেওয়া।
গ্রাহকের চাহিদা অনুসারে www.crashedeal.comসাইটে প্রবেশ করে বেছে নিতে পারবে সুবিধা অনুযায়ি নানা ধরনের ডিল। প্রতিটি ডিলের পেমেন্ট অপশনে একটি কিউআর কোড পাবেন। এই কিউআর কোর্ডের মাধ্যমে বিভিন্ন বানিজ্যিক আউটলেটে নানা ধরনের সুবিধা নিতে পারবেন। গ্রাহকের কথা বিবেচনা করে ক্র্যাশডিল বিভিন্ন ধরনের কুপন নির্ভর অফার পরিচালনা করবে।
এই ধরনের সেবা বর্তমানে নর্থ আমেরিকা এবং ইউরোপে জনপ্রিয়তা পেয়েছে। আমরা আশা করছি, বাংলাদেশি গ্রাহকদের জন্য এই প্লার্টফর্মটি নতুন হলেও অচিরেই জনপ্রিয় হবে। ক্র্যাশডিল দেশের অনলাইন নির্ভর কেনাকাটায় অভ্যস্থ কমিউনিটিকে আরো সহজে কম খরচে কেনাকাটার অভিজ্ঞতা দিবে।