TechJano

নকিয়া কম দামি স্মার্টফোন আনল

চীনের বাজারে নতুন ফোন আনল নকিয়া। মডেল নকিয়া সি ২০ প্লাস। নতুন ফোনে থাকছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা, ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ এবং টানা ২ দিনের ব্যাটারি পরিষেবা।

চীনের বাজারে নতুন নকিয়া ফোনের দাম ৬৯৯ ইয়েন। একটি মাত্র স্টোরেজে ফোনটি পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম। দুইটি রঙে ডিভাইসটি পাওয়া যাবে।

৬.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লের ডিসপ্লের সঙ্গে ২০:৯ অ্যাস্পেক্ট রেশিওর ব্যবস্থা রয়েছে নকিয়া সি ২০ প্লাস স্মার্টফোনে। পাশাপাশি চালনা করার জন্য থাকছে অ্যানড্রয়েড ১১ । একটি অক্টোকোর ইউনিসক চিপসেট দেয়া হয়েছে ফোনটিতে। এর সঙ্গে আছে ৩ জিবি র‌্যাম।

ক্যামেরার জন্য নকিয়া সি ২০ প্লাসে রাখা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটাপ। এই সেটআপে যুক্ত করা হয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের সেন্সার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সার।

সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির স্টোরেজ ৩২ জিবি। এতে ফোরজি কানেকটিভিটি পাওয়া যাবে।

Exit mobile version