TechJano

নতুন অপটোমা পকেট প্রজেক্টর এমএল-৩৩০ এ কি আছে?

তাইওয়ানের অপটোমা ব্রান্ডের সম্পূর্ণ নতুন মডেলের পকেট প্রজেক্টর বাজারে এনেছে ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড। আল্ট্রা-কম্পাক্ট অ্যান্ড্রয়েড প্রজেক্টর এমএল-৩৩০, যা ব্লু-রে প্লেয়ার, মিডিয়া বক্স, ডংগল, স্মার্টফোন অথবা ট্যাবলেট এর সংযোগের ঝামেলা ছাড়াই দিচ্ছে জনপ্রিয় সব অ্যাপ্লিকেশন স্ট্রীম সুবিধা।
বিল্ট-ইন ওয়াইফাই এবং সমন্বিত অ্যান্ড্রয়েড এমএল-৩৩০ কে করেছে সত্যিকারের পিসি-লেস স্মার্ট প্রজেক্টর, যার মাধ্যমে আপনি যে কোন স্থানে বসেই উপভোগ করতে পারবেন বড় পর্দার হাই-ডেফিনেশন বিনোদন।
৪৬০ গ্রাম ওজন ও ছোট আকৃতি দিয়েছে বহনে সহজলভ্যতা। সিনেমা ম্যারাথন, গেমিং নাইট, প্রেজেন্টেশন সহ অফিশিয়াল নানা কাজে ব্যবহার করতে পারবেন এই প্রজেক্টরটি। প্রজেক্টরটির মৌলিক বৈশিষ্ঠ্য সমূহ- ব্রাইটনেসঃ ৫০০ LED ব্রাইটনেস; রেজুলেশনঃ WXGA ১২৮০ x ৮০০; কন্ট্রাস্টঃ ২০,০০০:১; আকৃতিঃ (WxDxH) ১৫৭x১৩৩x৩৫ মিমি।

Exit mobile version