বৈদ্যুতিক মিস্ত্রি, পাইপ মিস্ত্রি খুঁজে বের করা বেশ কঠিন। তাদের সহজে খুঁজে পেতে চালু হয়েছে বিশেষ অ্যাপ সেবা এক্সওয়াইজেড। নতুন লোগো নিয়ে আজ মঙ্গলবার থেকে সেবা কাজ শুরু করেছে।
রাজধানীর আগারগাঁওয়ে সেবার নতুন লোগো উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, প্রতিষ্ঠানটি যত বড় হবে তত আমাদের সমাজের দৈনন্দিন সেবা দানকারীরা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রযুক্তিগতভাবে এগিয়ে যাবেন।
সেবার প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ জানান, ‘দেশের সব স্তরের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সেবা। বর্তমানে পুরো ঢাকা জুড়ে সেবা পাওয়া যাবে। ২০১৮ সালের মধ্যে সাড়া দেশে পৌঁছানোর লক্ষ্যে আমাদের।’
২০১৬ সালে যাত্রা শুরু করে সেবা এক্সওয়াইজেড। প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকায় দৈনন্দিন জীবনের নানারকম সেবা দিচ্ছে। সেবা এক্সওয়াইজেডের অ্যাপ ডাউনলোড করে কাটারিং, ক্লিনার, লন্ড্রি, বিউটিপার্লারসহ ৪০ ধরনের গৃহস্থালি সেবা পাওয়া যায়। গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যায়।