TechJano

নতুন ৫জি মডেম আনছে স্যামসাং

স্যামসাং নতুন ৫জি মডেম চিপ উন্মোচন করেছে। স্যামসাং বলছে, এটিই প্রথম এমন মডেম যা ৫জি মানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ক্রমেই দ্রুতগতির ৫জি নেটওয়ার্কের দিকে এগোচ্ছে বিশ্ব। এই প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখতে তাই ৫জি মডেম চিপ এক্সিনস ৫১০০ উন্মোচন করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।
অবশ্য এই খাতের প্রথম ৫জি মডেম স্যামসাংয়ের এক্সিনস ৫১০০ নয়। এক বছর আগেই এক্স ৫০ নামে ৫জি মডেম উন্মোচন করেছে কোয়ালকম। ইতোমধ্যেই বেশ কিছু প্রতিষ্ঠান নিজেদের ডিভাইসে এই চিপটি ব্যবহারের পরিকল্পনাও করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে স্যামসাংয়ের দাবি, তাদের এই চিপ ৩জিপিপি’র মানের সঙ্গে ‘বেশি সামঞ্জস্যপূর্ণ’ হবে।
নতুন ৫জি নেটওয়ার্কের পাশাপাশি পুরানো ২জি, ৩জি এবং ৪জি এলটিই সংযোগ সমর্থন করবে স্যামসাং এক্সিনস ৫১০০।
এই চিপটির ডেটা স্থানান্তরের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি সেকেন্ডে দুই গিগাবিট পর্যন্ত।
ঠিক কবে নাগাদ এক্সিনস ৫১০০ চিপ স্মার্টফোনে আসতে পারে তা স্পষ্ট করে বলা হয়নি।

Exit mobile version