TechJano

নিজেই টেস্ট করুন এই অ্যাপে করোনার সম্ভাবনা কতটুকু

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। চীন থেকে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এমন অবস্থায় বহু মানুষ একটু জ্বর বা কাশি হলেও আতঙ্কে ভুগছেন। কেউ টেস্টের জন্য ভিড় করছেন হাসপাতালে। তবে আপনার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি বা উপসর্গ রয়েছে কি না তা টেস্ট না করে একটি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন।

আপনার করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা, সেটি হাসপাতালে টেস্ট করার আগেই আন্দাজ করে নিতে পারবেন ইংল্যান্ডের ফোর্থম্যান কনসেপ্ট নামের একটি সংস্থার এই অ্যাপ ব্যবহার করে।

টেস্ট করার জন্য অ্যাপ এর লিঙ্ক— https://t.co/xFzIqsGaeB

‘কোভিড-১৯ সেল্ফ টেস্ট’ নামের অ্যাপটি কম্পিউটার থেকে ব্যবহার করতে পারবেন। আর সেল্ফ টেস্ট করার পরও আপনার যদি মনে হয়, উপসর্গগুলি আপনার শরীরে রয়েছে তা হলে হাসপাতালে যোগাযোগ করতে পারবেন।

অ্যাপ খুললেই কয়েকটি সহজ প্রশ্ন আসবে আপনার সামনে। যেমন, আপনার কি কাশি রয়েছে! বা আপনার কি শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি! এভাবে একের পর এক প্রশ্নের ধাপ পেরোতে হবে। তারপর আপনি জানতে পারবেন, করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার কতটা! এরপর প্রয়োজনমতো টেস্ট করাতে হবে।

Exit mobile version