TechJano

নিবন্ধনধারীদের বয়সসীমা নিয়ে এনটিআরসিএর জরুরি নোটিশ

এনটিআরসিএর ৭০ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি যেকোনো সময়

এনটিআরসিএর ৭০ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি যেকোনো সময়

বয়সসীমা ৩৫ করার বিষয়ে এনটিআরসিএকে দায়ী করে অনেক নিবন্ধনকারী টেলিফোন করছেন এবং বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে এনটিআরসিএ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করে চলতি বছরেই নিয়ম করে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, আদালতের নির্দেশনা ও এমপিও নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষকদের যোগদানের বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। এর আলোকে শূন্য আসনে নিবন্ধিত প্রার্থীদের তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে। এ ছাড়া ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে বয়সসীমার বিষয়টি উল্লেখ করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরামর্শ দেয়া হয়েছে।

বর্তমানে এনটিআরসিএর নিবন্ধিত প্রায় ছয় লাখ প্রার্থী চাকরির অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন সময়ে শিক্ষক নিবন্ধিত প্রার্থীরা নানাভাবে বঞ্চিত হয়ে এ পর্যন্ত ২৫০টি মামলা করেন। গত ১৪ ডিসেম্বর ১৬৬টি মামলার রায় দেন আদালত।

Exit mobile version