TechJano

নিভিয়ার পণ্য দেশের ই-কমার্স প্ল্যাটফর্মে মিলবে

ত্বক পরিচর্যায় বিশ্বের এক নম্বর ব্র্যান্ড নিভিয়া বৃহস্পতিবার জুন ৪ থেকে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে অনলাইনে বিপণন এবং বাজার কার্যক্রম জোরদারকরণের ঘোষণা দিয়েছে। ভোক্তারা এখন থেকে অনলাইনে ক্লিক করেই নিভিয়ার সব পার্সোনাল কেয়ার ব্র্যান্ড বা পণ্যসামগ্রী কেনার জন্য অর্ডার দিতে পারবেন।

নিভিয়ার পণ্য পাওয়া যাবে দারাজ, চালডাল, স্বপ্ন, সাজগোজ, ইওরেঞ্জ, শপারু, ঘরে বাজার, মীনাক্লিক এবং শপআপে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিভিয়া পণ্যের ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হচ্ছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবউশন কোম্পানি (আইডিসি) বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড।

Exit mobile version