TechJano

পান্ডা সিকিউরিটি এখন এক নম্বর অ্যান্টিভাইরাস

গত বছরের জুলাই থেকে নভেম্বরের প্রটেকশন বা ক্ষতিকর লিংক ঠেকানোর হিসেবে শীর্ষ অ্যান্টিভাইরাস হয়েছে পান্ডা সিকিউরিটি। এ সময় টেস্ট কেসে ১৭৬৯ টি লিংক ব্লক করেছে পান্ডা সিকিউরিটি। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বিটডিফেন্ডার, এফ সিকিউর। তৃতীয় সিমানটেক আর চতুর্থ ক্যাসপারস্কি।

দেশে পান্ডা সিকিউরিটির সিনিয়র প্রোডাক্ট ম্যানেজমেন্ট সোলায়মান আহমেদ এক ফেসবুক পোস্টে এ তথ্য তুলে ধরেন। তাতে পান্ডা সিকিউরিটির ১০০ ভাগ সিকিউরিটি সাফল্যর কথা বলা হয়। এ ছাড়া এ অ্যান্টিভাইরাসটি আগের চেয়ে অনেক হালকা, দ্রুতগতিসম্পন্ন ও ম্যালওয়ার প্রতিরোধী হয়েছে।

Exit mobile version