TechJano

পাম বিচ এলাকায় গলফ খেলছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হটাৎ গুলি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় গলফ খেলছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় কাছাকাছি একটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটে। তবে ট্রাম্প নিরাপদে আছেন বলে তাঁর প্রচার শিবির নিশ্চিত করেছে।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির থেকে জানানো হয়, স্থানীয় সময় রোববার ট্রাম্পের অবস্থানের কাছাকাছি এলাকায় গোলাগুলি হয়। যদিও তিনি কোনো ক্ষতির সম্মুখীন হননি। গোলাগুলির বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় ট্রাম্প ওয়েস্ট পাম বিচে নিজস্ব গলফ মাঠে খেলছিলেন। তাঁর বাড়ি থেকে এই মাঠ খুব দূরে নয়। গোলাগুলির পর নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় দুই ব্যক্তির মধ্যে বিরোধের কারণে গুলি বিনিময় হয়েছিল।

তবে এই ঘটনা ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, বিশেষ করে যখন দুই মাস আগেই পেনসিলভানিয়াতে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তাঁর ওপর গুলি চালানো হয়েছিল। সে ঘটনায় তিনি সামান্য আহত হয়েছিলেন।

Exit mobile version