TechJano

পুরোনো আইফোনের সমস্যা

পুরোনো সংস্করণের আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। আইওএস ১০ এবং আইওএস ১১ অপারেটিং সিস্টেম থেকে হোয়াটসঅ্যাপ তাদের সমর্থন পুরোপুরি সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে। এর ফলে যাঁরা পুরোনো মডেলের আইফোন ব্যবহার করছেন, তাঁরা ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের কোনো প্রযুক্তিসেবা পাবেন না।

নতুন এই সিদ্ধান্তের ফলে আইওএস ১০ এবং আইওএস ১১ অপারেটিং সিস্টেমে চলা ‘আইফোন ৫’ এবং ‘আইফোন ৫ সি’ মডেলের আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তাসেবা ব্যবহার করতে পারবেন না। সবকিছু ঠিক থাকলে অক্টোবর মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এরই মধ্যে নিজেদের সিদ্ধান্ত আইওএস ১০ এবং আইওএস ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জানিয়েও দিয়েছে তারা।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, হোয়াটসঅ্যাপের হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তাসেবা পেতে হলে কমপক্ষে আইওএস ১২ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। পুরোনো যেসব আইফোন আইওএস ১২ সমর্থন করবে, সেগুলোর অপারেটিং সিস্টেম হালনাগাদ করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

Exit mobile version