‘তিয়াংগং-১’ মহাকাশ স্টেশনটি পৃথিবীতে আছড়ে পড়ছে। পৃথিবী থেকে আগুনের গোলার মতো দেখা যাবে। বিষাক্ত রাসায়নিক থাকায় কেউ যাতে এটি ছুয়ে না দেখেন সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এটি সমুদ্রে পড়তে পারে। তিয়াংগং-১ নামে চীনের মহাকাশ স্টেশনের সঙ্গে যোগাযোগ হারিয়েছে অনেক দিন আগেই। আর সেটি ক্রমশ নেমে আসছে পৃথিবীর দিকে। সেটি আছড়ে পড়তে যাচ্ছে পৃথিবীতে।
বিশেষজ্ঞরা বলছেন, খুব দ্রুত পৃথিবীর দিকে নেমে আসছে এটি। আগামী ৩ এপ্রিলের মধ্যেই এটি পৃথিবীতে আছড়ে পড়বে। তিয়াংগং-১ নামে ওই স্টেশনটি লঞ্চ করা হয়েছিল ২০১১ তে।
চীনের মহাকাশ বিজ্ঞানীরা অনেক আশা নিয়ে মহাকাশে পাঠিয়েছিলেন সেটি। গ্লোবাল সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠা পেতেই এই স্পেস স্টেশন তৈরি হয়।
এটিকে সামনে রেখে একাধিক মহাকাশ অভিযানও চালায় বেইজিং। বেশ কয়েকটি অভিযানে ছিল মহাকাশচারীও। কিন্তু চীনাদের অভিহিত করা সেই ‘স্বর্গ রাজপ্রাসাদ’ নেমে আসছে পৃথিবীতে।
কোথায় গিয়ে পড়বে স্পেস স্টেশনটি সেটা কোনো বিশেষজ্ঞই সঠিকভাবে অনুমান করতে পারছেন না। আবহাওয়ার পরিবর্তন হলে যে কোনও দিকে ছুটে যেতে পারে সেটি।
মহাকাশ থেকে পড়ার সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে অনেকটাই পুড়ে ছাই হয়ে যাবে এটি। তবে ১০০ কেজির ধ্বংসাবশেষ আকাশ থেকে মাটিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগরেই পড়ার কথা তিয়াংগং ১-এর। তবে সেখানে না পড়লেও এর দ্বারা মানুষের আঘাত পাওয়ার আশঙ্কা অতি সামান্য।
এ পর্যন্ত মাত্র একজন মানুষই মহাকাশ থেকে পৃথিবীতে পড়া আবর্জনায় সামান্য আহত হয়েছিলেন। ১৯৯৬ সালের সে ঘটনায় লটি উইলিয়ামস নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের এক নারী আহত হয়েছিলেন।