TechJano

পেছনে তিন ক্যামেরার ফোন

শুরুর দিকে স্মার্টফোনের পেছনে একটি ভিজিএ ক্যামেরাকেই যথেষ্ট মনে করা হত। স্মার্টফোনের দ্রুত পরিবর্তন হয়েছে। স্মার্টফোনের নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতার ফলে ক্যামেরা বিভাগ দ্রুত উন্নতি করেছে। এখন পেছনে আর এক দুটি নয়। তিনটি ক্যামেরার ট্রেন্ড চালু হচ্ছে।আর এক্ষেত্রে স্মার্টফোন বাজারের শীর্ষ দুই প্রতিষ্ঠানই এগিয়ে থাকছে। অ্যাপল আর স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর পেছনে থাকতে পারে তিনটি ক্যামেরা, বাজারে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

দক্ষিণ কোরীয় দৈনিক কোরিয়া হেরাল্ড-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছর সেপ্টেম্বরে আইফোন এক্স প্লাস নামে আইফোন এক্স-এর ৬.৫ ইঞ্চি সংস্করণ আনা হবে বলে গুঞ্জন রয়েছে। সেইসঙ্গে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্টটি ২০১৯ সালের শুরুর দিকে নতুন প্রজন্মের গ্যালক্সি এস১০ আনবে বলেও শোনা যাচ্ছে। এই দুটি স্মার্টফোনে পেছনেই তিনটি ক্যামেরা লেন্স থাকবে।
দক্ষিণ কোরীয় বিনিয়োগ প্রতিষ্ঠান কেবি সিকিউরিটিজ-এর বিশ্লেষক কিম ডং-ওন এর কাছ থেকে গ্যালাক্সি এস১০-এর প্রত্যাশা এসেছে। তিনি বলেন, ‘নিজেদের সর্বশেষ গ্যালাক্সি এস৯ স্মার্টফোনের প্রত্যাশার চেয়েও কম চাহিদা পাওয়া স্যামসাং তাদের ব্যবসায় উজ্জীবিত করতে পরবর্তী প্রিমিয়াম স্মার্টফোনে তিনটি ক্যামেরা ও একটি ৩ডি সেন্সর যোগ করার পরিকল্পনা করছে।
’স্যামসাংয়ের মতোই মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোন এক্স–এর বিষয়েও পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ‘অ্যাপলের পরবর্তী প্রিমিয়াম স্মার্টফোনগুলোর মধ্যে একটি আইফোন এক্স প্লাস নামে হতে পারে, এর পেছনেও তিনটি ক্যামেরা লেন্স থাকতে পারে।প্রশ্ন হচ্ছে কবে নাগাদ আসবে তিন ক্যামেরার স্মার্টফোন? ম্যাকরিউমার্স-এর প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সাল নাগাদ এ ধরনের স্মার্টফোন দেখা যাবে।

Exit mobile version