TechJano

পোস্ট না করা ভিডিও সংগ্রহ করে ফেইসবুক

ভিডিও ফেইসবুকে পোস্ট করছেন না, শখ করে রেখে দিচ্ছেন প্রিয় কোনো স্মৃতি! সম্প্রতি জানা গিয়েছে ফেইসবুকে পোস্ট না করলেও ডিভাইসে থাকা ভিডিও সংগ্রহ করে ফেইসবুক। এমনকি ডিভাইস থেকে ভিডিওগুলো মুছে ফেললেও সেগুলো ঠিকই রয়ে যায় ফেইসবুকের সার্ভারে। আর এসব তথ্য ব্যবহারকারীদের অজান্তেই সংগ্রহ করছে তারা।

‘ফেইসবুক ডাটা’ ফাইল ডাউনলোড করে এ অভিযোগ করেছে কয়েকজন ব্যবহারকারী। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও ডিভাইস থেকে কোন কোন তথ্য সংগ্রহ করা হয়েছে তা ‘ফেইসবুক ডাটা’ ফাইলে সংরক্ষণ করা হয়।

ব্যবহারকারীদের অভিযোগের পর ফেইসবুকের একজন মুখপাত্র জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্প্রতি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের অজান্তেই তাদের ডিভাইসের কল হিস্ট্রি ও এসএমএসও সংগ্রহের অভিযোগ ওঠে ফেইসবুকের বিরুদ্ধে।

তথ্যসূত্র : ডেইলি মেইল

Exit mobile version