TechJano

প্রযুক্তি নিয়ে লিখুন, পুরস্কার জিতুন

অনেকেই অনাকাঙ্ক্ষিত মেইলে ক্লিক করে ফিশিং আক্রমণের শিকার হন। ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার দুনিয়ায় সচেতনতা প্রয়োজন। রিভ অ্যান্টিভাইরাস ও প্রযুক্তি পোটাল টেকজানো (techjano.com)সাইবার সচেতনতা বাড়াতে আয়োজন করেছে প্রযুক্তি বিষয়ক লেখা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিতে প্রযুক্তি বিষয়ে সচেতনতামূলক বা প্রযুক্তি সংক্রান্ত যেকোনো ধরনের আপনার লেখা সঙ্গতিপূণ ছবিসহ পাঠাতে পারবেন (shiningbd2014@gmail.com) মেইলে। বাছাইকৃত সব লেখা প্রকাশিত হবে (https://techjano.com/)সাইটে।
লেখার মান ও জনপ্রিয়তার ওপর ভিত্তি করে সেরা ১০টি লেখাকে পুরস্কৃত করবে রিভ। লেখা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।
প্রত্যেক অংশগ্রহণকারী রিভ ইন্টারনেট সিকিউরিটির ৩ মাসের লাইসেন্স পাবেন। লেখা পাঠানো যাবে ২৬ মার্চ পর্যন্ত।

Exit mobile version