TechJano

প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো ট্রান্সকম ফুড লিমিটেড

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে ট্রান্সকম ফুড লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুললে বা নতুন কার্ড সংগ্রহ করলে গ্রাহকরা পিজ্জা হাটের এক্সক্লুসিভ ফ্রি পিজ্জা কুপন পাবেন। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করা।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ট্রান্সকম ফুড লিমিটেডের সিএফও রাজীব কান্তি ভৌমিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং ট্রান্সকম ফুড লিমিটেডের হেড অফ মার্কেটিং ফারহান হাদী সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Exit mobile version