- জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বিভিন্ন গ্রেডে পাঁচটি পদে সর্বমোট ১২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। স্থায়ী বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম:
ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, মাস্টার ড্রাইভার, স্পিডবোট ড্রাইভার এবং পরিচ্ছন্নতাকর্মী।
পদসংখ্যা:
পাঁচটি পদে সর্বমোট ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা:
যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম আষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন অথবা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও সনদপত্রধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সব পদে আবেদনের জন্য ১ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন স্কেল:
চারটি পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে কম্পিউটার কম্পোজ করে প্রার্থীর নিজ হাতে স্বাক্ষরসহ আবেদনপত্র সাথে নিয়ে উপস্থিত হতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েবসাইটে (http://fireservice.gov.bd)। এ ছাড়া আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা:
ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য আগামী ৬ মার্চ, ২০১৯ এবং খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য আগামী ৭ মার্চ, ২০১৯ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে হবে।
সূত্র : কালেরকণ্ঠ, ২০ ফেব্রুয়ারি, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে: