TechJano

ফিরে আসছে নকিয়া ২০১০

এক সময়ের সাড়া জাগানো মোবাইল ব্র্যান্ড নকিয়া দুই বছর আগে এইচএমডি গ্লোবালের হাত ধরে বাজারে ফিরেছে। প্রত্যাবর্তনের পর থেকেই নতুন মডেলের অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি নকিয়া তাদের ঐতিহাসিক ফিচার ফোনগুলোকেও নতুন রূপে নিয়ে এসে চমক সৃষ্টি করছে।
গত বছর প্রতিষ্ঠানটি ১৭ বছর আগেকার ‘নকিয়া ৩৩১০’ মোবাইলটি নতুন রূপে বাজারে নিয়ে আসে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়ে আসে দুই দশক আগের ‘নকিয়া ৮১১০’ মোবাইলটির নতুন ভার্সন।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটি এক প্রতিবেদনে নকিয়ার আরো একটি জনপ্রিয় পুরোনো মডেল নতুন রূপে বাজারে প্রত্যাবর্তনের খবর জানিয়েছে। ১৯৯৪ সালে সর্বপ্রথম বাজারে আসা ‘নকিয়া ২০১০’ মডেলটি নতুন রূপে আগামী বছরে বাজারে আসতে যাচ্ছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি।
আগামী বছর নকিয়া মোবাইলের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে বাজারে আসবে ‘নকিয়া ২০১০’ ফিচারফোনটি। নতুন ভার্সনে ‘নকিয়া ২০১০’ মোবাইলটির স্ক্রিন রঙিন এবং থাকছে ফোরজি সাপোর্ট সুবিধা। ফেসবুক এবং এইচএমডি গ্লোবালের মধ্যে নতুন চুক্তির প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, ফোনটিতে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সুবিধাও থাকবে।

Exit mobile version