TechJano

‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২২’ শুরু হবে আগামী ৬ আগস্ট

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র আয়োজনে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২২’ শুরু হবে আগামী ৬ আগস্ট। দুই মাস ব্যাপি এই কোর্সে চলচ্চিত্রপাঠ এবং অধ্যয়ন-সংশ্লিষ্ট সকল বিষয়ে পাঠদান করা হবে। চলচ্চিত্র নির্মাণের সকল বিষয়ে ধারণা প্রদান করা হবে। এই কোর্সে অংশগ্রহণ করার ক্ষেত্রে চলচ্চিত্র অনুরাগী তরুণদের অগ্রাধিকার দেয়া হবে।

এই কোর্সে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রতত্ত্ব, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, আলোকচিত্র, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, চিত্রগ্রহণ, চলচ্চিত্র সম্পাদনা, অভিনয়, চলচ্চিত্র পরিচালনা, প্রামাণ্যচলচ্চিত্র, জনপ্রিয় চলচ্চিত্র, চলচ্চিত্রের মনোবিশ্লেষণ, চলচ্চিত্র সমালোচনাসহ অন্যান্য বিষয়ের পাঠদান করা হবে।

কোর্সে পাঠদান করবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্রকার হায়দার রিজভী, চলচ্চিত্রতাত্ত্বিক ও লেখক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা পঙ্কজ পালিত, শব্দ-প্রকৌশলী ও নির্মাতা রতন পাল, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, চলচ্চিত্র গবেষক ও লেখক অধ্যাপক ফাহমিদুল হক, চলচ্চিত্র সম্পাদক সামির আহমেদ, শিল্পী সব্যসাচী হাজরা, চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন প্রমুখ।
ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২২ এর সমন্বয়ক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।

কোর্সের মেয়াদ ২ মাস। সপ্তাহে দুই দিন। শুক্র ও শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
কোর্স শুরু হবে ৬ আগস্ট ২০২২। কোর্সে নিবন্ধনের শেষ তারিখ ৫ আগস্ট ২০২২।
নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে: (শুক্র ও শনিবার, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত) কক্ষ নং ৭০১, জাতীয় নাট্যশালা,
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা ১০০০। ফোন: ০১৯৪৫ ০৩০১১৯, ০১৬১২ ২৬১৬২৬

Exit mobile version