ফেসবুকে খালেদ মাহমুদ সুজন আর আকরাম খানের কতো সমালোচনা। বাংলাদেশ খারাপ খেললে কেউ কেউ তাদের মাঠে নামাতে বলেন। কিন্তু মাঠে খেলা আর ফেসবুকে লেখা এক কথা নয়। ব্যাটে বলে জবাব দিয়েছেন অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন আর ব্যাটসম্যান আকরাম খান। স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ নামেন তারা। পূর্বসূরিদের ব্যাটিং-বোলিং এবার ‘দর্শক’ হয়ে দেখলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় তিন ক্রিকেটার—মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। বিসিবির আয়োজনে প্রদর্শনী ম্যাচটিতে আকরাম খানের লাল দল ৬ উইকেটে হারিয়েছে ফারুক আহমেদের সবুজ দলকে।
সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে সবুজ দল। সর্বোচ্চ ৩৪ রান আসে রফিকুল ইসলামের ব্যাট থেকে। হারুনুর রশিদ ২৭*, জাহাঙ্গীর আলম ২৭, হাসানুজ্জামান করেন ২২ রান। জাকির হোসেন, খালেদ মাহমুদ—দুজনই নেন ৩টি করে উইকেট। ১৬৭ রান তাড়া করতে নেমে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় লাল দল। ১০ চার ও দুই ছক্কায় ২৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন হান্নান সরকার। মিনহাজুল ৩১, অধিনায়ক আকরামের ব্যাট থেকে এসেছে ২১ রান। বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ২৮ রানে অপরাজিত থেকে খালেদ মাহমুদ যেন খেলোয়াড়ি জীবনের স্মৃতিই ফিরিয়ে নিয়ে গেলেন।